একটি সংগঠনের উদ্দেশ্য পূরণের জন্য মানুষের কাছে পৌঁছাতে হবে যত মানুষের কাছে পৌঁছানো সম্ভব, ততই সমাজের পরিবর্তন আনা সম্ভব হয়। এর জন্যই সংগঠনের শুরু থেকে কয়েকটি সেক্টরে মনযোগী হতে হয়।
সংগঠনের উদ্যোগ এবং উদ্দেশ্যর গল্প গুলো সকলের সাথে সহজ ভাবে প্রকাশ করার ভিত্তি তৈরি করতে হয়। এতে করে ভবিষ্যতের সকল প্রকার মাধ্যমে যোগাযোগ করতে সহজ হয়।
সংগঠনদের জন্য সঠিক মানুষদের আকর্ষণ করতে হয়। যদিও সংখ্যায় কম হয়, তবুও সঠিক ডোনার, তৃণমূল সমর্থক অথবা সংগঠন থেকে ক্রয় করতে ইচ্ছুক এমন মানুষদের প্রয়োজন সংগঠনের জন্য।
সঠিক উদ্দেশ্য এবং ব্র্যান্ড তৈরি হবার মাধ্যমে দেশের সর্বসাধারণদেরকে সংগঠনের জন্য স্বেচ্ছাসেবক, ডোনার এবং আপনাদের উদ্যেগ ও উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা।
আমরা সকল সেক্টর এবং বিষয়ে পারদর্শী নই বলে শুধুমাত্র সেসকল সার্ভিসই আপনার সংগঠনের জন্য প্রদান করি। আমরা পারদর্শী: ডিজাইন, ডিজিটাল ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে। আমাদের সার্ভিস সম্পর্কে জানতে সার্ভিস পেইজে ভিজিট করুণ।
আপনার সংগঠনকে কতটুকু এবং কীভাবে সাহায্য করতে পেরেছি তা আমরা মন থেকে কেয়ার করি। নিজেদের পোর্টফলিও ভারি করা কিংবা পুরষ্কার জয় করতে হবে সেদিকে আমরা মনযোগী নই।
আমরা চাইলেও সকল সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারি না বলেই প্রতি বছর সামান্য সংখ্যক সংগঠনদের সাথে কাজ করার সুযোগ তৈরি হয়। এর জন্যই আমাদের সকল ক্লায়েন্টদের কে অসাধারণ কাস্টমার এক্সপেরিয়েন্স দিতে সামর্থ্য হই।
আমাদের সকল ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক এবং দীর্ঘ সময়ের পরিচয় থাকার কারণে সংগঠন বিষয়ক নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য, সফটওয়্যার এমনকি নানান বিষয়ে জানানো ও শেখানোর চেষ্টা আমাদের সব সময় থাকে।
Digital-First approach for the social impact organizations- কে সামনে রেখেই ডিজাইন কারিগরের পথচলা শুরু হয়েছে। বাংলাদেশের নন-প্রফিট সংগঠনদের সাথে কাজ করার সুযোগ হবার কারণে দেখেছি, বর্তমানের ডিজিটাল যুগে সকলের কাছে দ্রুত এবং সহজে পৌঁছাতে হলে ডিজিটালের মাধ্যমেই পৌঁছাতে হবে। আমাদের ম্যানিফেস্টো পড়ুন এখানে।
একটি সংগঠনের উদ্দেশ্য পূরণের জন্য মানুষের কাছে পৌঁছাতে হবে যত মানুষের কাছে পৌঁছানো সম্ভব, ততই সমাজের পরিবর্তন আনা সম্ভব হয়। এর জন্যই সংগঠনের শুরু থেকে কয়েকটি সেক্টরে মনযোগী হতে হয়।
আপনার আইডিয়া এবং স্ট্রাটেজিকে অর্থপূর্ণ করে তুলবো। যার মাধ্যমে আপনার সংগঠনের উদ্যোগ ও উদ্দেশ্যর সাথে সম্পৃক্ত হয়ে সকলকে অনুপ্রাণিত করবে পরবর্তী পদক্ষেপ নেয়ার।
আমরা স্ট্র্যাটেজি এবং সংগঠনের সিস্টেম তৈরি করবো। যার মাধ্যমে আপনি সর্বসাধারণদের কাছে আপনার উদ্দেশ্যর কথা বলা এবং তাদের নানান বিষয়ে জানানো ও শেখানো সহজ হবে।
আপনার সংগঠনের ওয়েবসাইট থেকে শুরু করে ডিজিটাল এবং মার্কেটিং টেকনিক্যাল বিষয়ের দায়িত্ব থাকবে আমাদের। এছাড়াও ইন্ডাস্ট্রি এর অন্যান্য সেক্টরেও সাপোর্ট থাকবে।
নারায়ানগঞ্জ বুলেটিনের যাত্রার শুরুতে সহযোগী হিসেবে ডিজাইন কারিগরকে পাশে পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। লোগো, ব্রান্ডিং সহ ওয়েবসাইটের যাবতীয় কাজ সম্পূর্ণ করার জন্য আমাদের প্রয়োজন ছিল এ কাজে অভিজ্ঞ লোকবল এবং সঠিক গাইডলাইন। আর তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সঠিক পরামর্শ যাত্রার শুরুর কঠিন পথে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করেছে। দেশের অনলাইন হেল্পিং পার্টনার হিসেবে ডিজাইন কারিগর টিম যেন আরও এগিয়ে যেতে পারে তার জন্য রইল শুভেচ্ছা এবং শুভকামনা।